সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২১:০০

কমিউনিটি পুলিশিং টহল সদস্য কিশোর গ্যাংয়ের হামলার শিকার

কমিউনিটি পুলিশিং টহল সদস্য কিশোর গ্যাংয়ের হামলার শিকার
অনলাইন ডেস্ক

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আওতাধীন উত্তর কোড়ালিয়া রোড মহল্লায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন কমিউনিটি পুলিশিং টহল সদস্য শাহজাহান ছৈয়াল। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) দিবাগত রাত দুইটায় কোড়ালিয়া রোড ছৈয়াল বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, টহল সদস্য মো. শাহজাহান ছৈয়াল প্রতিদিনের ন্যায় রাতে নৈশকালীন টহল কার্যক্রম শুরু করেন। রাত দুইটার সময় ছৈয়াল বাড়ি এলাকায় কয়েকজন কিশোর গ্যাং ও মাদকসেবী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। তারা হচ্ছে : শাহাদাত হাওলাদার (২২), পিতা-সেলিম হাওলাদার, রাহুল জহুরা (২১), পিতা : আব্দুল আউয়াল জহুরা, জয় ফরাজী (২২), পিতা : আব্দুল মালেক ফরাজী, সর্বসাং কোড়ালিয়া। টহল সদস্য শাহজাহান 'এতো রাতে তারা এখানে কী করছে' জিজ্ঞাসা করলেই তারা অসংলগ্ন কথাবার্তা বলে তার ওপর অতর্কিতভাবে লাঠি দিয়ে এবং কিল ঘুষি মেরে হামলা শুরু করে। পরে কোনোরকমে আত্মরক্ষার্থে সেখান থেকে ছুটে চাঁদপুর মডেল থানায় ফোন করে পুলিশের সহায়তায় চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন শাহজাহান। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আমি ঘটনাটি শুনেছি। কমিউনিটি পুলিশের গায়ে হাত দেয়া গুরুতর অপরাধ। কারণ, তারা আমাদেরই সহযোগী। চাঁদপুরে কিশোর গ্যাং নির্মূলে পুলিশ অঙ্গীকারাবদ্ধ। তাই আমরা এদের নির্মূলে যথাযথ ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়