প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:০৮
বাবুরহাটের প্রবীণ শিক্ষক ফজলুল হক বিএসসি গুরুতর অসুস্থ: দোয়া প্রার্থনা

|আরো খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্যারের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগলেও বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফজলুল হক বিএসসি স্যার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন কিংবদন্তি শিক্ষক। তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে পরম মমতা ও নিষ্ঠার সাথে শিক্ষা দান করেছেন। স্যারের হাত ধরে গড়ে ওঠা অসংখ্য ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত এবং গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।
এদিকে প্রিয় শিক্ষকের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্যারের সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছেন।
স্যারের দ্রুত আরোগ্য লাভের জন্য তার স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূসহ পরিবারের সদস্যরা সকল ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক দোয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতে প্রিয় শিক্ষক আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
ডিসিকে/এমজেডএইচ








