প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৮
চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থীর গণসংযোগ ও পথসভা
মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে
-------ড. জালাল উদ্দিন

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন বলেছেন, সারাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়। তাই মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, মতলবকে উন্নত মতলব গড়ে তুলতে চাই। সম্ভাবনাময় এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই।
তিনি বলেন, মতলবের চারদিকে নদী রয়েছে। নদীকেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। এ আসনে ধানের শীষ মার্কার বিজয় হলে মতলব একটি পর্যটন শহরে পরিণত হবে। এ জন্যে সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এসে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেবেন।
ড. জালাল উদ্দিন বলেন, বর্তমানে দেশের যে অর্থনৈতিক অচলাবস্থা চলছে, নির্বাচন না হলে তা সচল হবে না। আর বিএনপি ক্ষমতায় আসলেই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে দেশ আবার উঠে দাঁড়াবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না এলে এই ধ্বংসাত্মক অবস্থা ঠিক হবে না। তাই দেশ বাঁচাতে এবং নিজেদের স্বার্থে সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন। তাহলেই বাংলাদেশ উন্নত হবে এবং অর্থনৈতিক চাকা সচল হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।








