প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:১৮
চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লায় জমি সংক্রান্ত ঘটনায় আপন চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে আসামির উপস্থিতিতে এই
মামলার রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
ঘটনার বিবরণের সূত্রে জানা যায়, কুমিল্লায় জমি সংক্রান্ত ঘটনায় চাচা ইয়াসিন মিয়াকে রাতভর আটকে রেখে হত্যা করে লাশ ড্রামে ভরে শাহরাস্তিতে ফেলে দিয়ে যায়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মামলা করেন। পুলিশ এই মামলায় নূরে আলম ও সরোয়ার আলম নামে দুই ভাইকে আসামি করে। মামলার তদন্তে নুর আলমের
কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে খালাস দেওয়া হয় ।
এই মামলায় ২০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. কুহিনুর বেগম ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. রেজাউর রহমান শাওন।
( বিস্তারিত আসছে)...







