সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীর ব্যাপক গণসংযোগ

'অ্যাড. মো. শাহজাহান মিয়াকে বিজয়ী করে জামায়াতের নেতৃত্বধীন জোট সরকার গঠনে ভোটারগণ ঐক্যবদ্ধ'

'অ্যাড. মো. শাহজাহান মিয়াকে বিজয়ী করে জামায়াতের নেতৃত্বধীন জোট সরকার গঠনে ভোটারগণ ঐক্যবদ্ধ'
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের বড় স্টেশনে ও ৭নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ১১দলীয় জোটের এমপি পদপ্রার্থী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পযর্ন্ত চাঁদপুর শহরের বডস্টেশন যমুনা রোডে পথসভা ও ৭নং ওয়ার্ডের মাছঘাট, বাজার, মাদ্রাসা রোড, কাচ্চা কলোনী, নিশি বিল্ডিং, আক্কাছ আলী স্কুল এলাকা, বকুলতলা, গুয়াখোলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের শুরুতে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর আসন-পরিচালক ও শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান এবং সেক্রেটারী বেলায়েত হোসেন। অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক সানাউল্লাহ কোরালীর সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন এনসিপির সদর উপজেলার আহ্বায়ক তামীম খান, ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম মিজি ও বাংলাদেশ খেলাফত মজলিসের আবির হোসেন।

বক্তারা বলেন, চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়াকে বিজয়ী করে জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার গঠনে ভোটারগণ ঐক্যবদ্ধ। আপনার দাঁড়িপাল্লা মার্কা ও হ্যাঁ ভোটের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। ভয় ও চোখ রাঙ্গানোর দিন শেষ হয়ে গেছে। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণ এখন সচেতন, সকলে কীভাবে ভোট আদায় করতে হয়, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে কাজ করতে হয় সেটা জানে।

তিনি আরো বলেন, চাঁদপুর পৌরসভা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা হেড কোয়ার্টার। নদী বন্দরের ঐতিহ্য এখন হারানোর পথে। চাঁদপুর প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র, সেই ব্যবসা কেন্দ্রও এখন হারানোর পথে। চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী, কিন্তু ইলিশ কি কম দামে খাওয়া যায়? সিন্ডিকেটের কারণে এর স্বাদ নেয়া যায় না। শহরের যানজট যারা নিয়মিত চলাচল করে তাদের জন্যে কত অসহনীয় শহরবাসী জানে। মাদকের ভয়াবহ অবস্থা। আগে এক শ্রেণী মাদকের ব্যবসা করতো, এখন আবার নতুন করে আরেক শ্রেণী মাদকের ব্যবসা করছে।

তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে এখানে ন্যায় ও ইনসাফের সরকার গঠন করা হবে। এখানে কোনো দুর্নীতি ও স্বজনপ্রীতি থাকবে না। চাঁদাবাজি, লুটপাট ও জনগণের ওপর স্টীম রোলার চলবে না।

গণসংযোগে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মাওলা, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর মোহাম্মদ খোকা, ৮নং ওয়ার্ডের সভাপতি মাইনুদ্দিন প্রধান, ব্যবসায়ী ও সমাজসেবক হাসান আল বান্না, সাহিত্যিক মো. হানিফুর রহমান সহ অত্র এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়