রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:১৬

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ-২০২৬ ও ২০২৭-এর প্রথম সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ-২০২৬ ও ২০২৭-এর প্রথম সভা
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৭)-এর প্রথম সভায় সভাপ্রধানের বক্তব্য রাখছেন সভাপতি সুভাষ চন্দ্র রায়।

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৭)-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে এগারোটায়

পুরাণবাজার চেম্বার ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি ফারুক আহমেদ মৃধা, পরিচালক মো. লিয়াকত পাটওয়ারী, গোপাল চন্দ্র সাহা, মো. নাজমুল আলম পাটওয়ারী, মোহাম্মদ শাহজাহান কবির খোকা, অ্যাড. মো. নুরুল আমিন খান আকাশ, মানিকুর রহমান, মো.আসলাম তালুকদার, মাসুদ আখন্দ, মো. মিজানুর রহমান প্রমুখ।

চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নতুন কমিটির প্রথম সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট বলতে কোনো কিছু নেই, পণ্য বিক্রির প্রতিযোগিতা রয়েছে। বড়ো বড়ো কোম্পানির উৎপাদিত পণ্য আমাদের ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয় করে থাকেন। সুতরাং এখানে সিন্ডিকেট করে কেউ ব্যবসা করে না। এবার পরিচালনা পর্ষদে নতুন মুখ বেশি। তরুণ ব্যবসায়ীরা এগিয়ে এসেছে। আমাদের আশা এবং প্রত্যাশা, চাঁদপুর চেম্বারের ঐতিহ্যকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।আমরা বিশ্বাস করি, নতুনদের মাধ্যমে চাঁদপুর চেম্বার সরকারি নিয়ম মেনে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে এবং চাঁদপুরের ব্যবসায়ীদের মুখ উজ্জ্বল করবে।

২০২৬ ও ২০২৭ সনের নির্বাচনী তফসিল ও নির্বাচনের সময়সূচি অনুযায়ী গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ নির্বাচনী বোর্ড কর্তৃক

দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট শীতল চন্দ্র ঘোষ। নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচিক দ্বিবার্ষিক কমিটি নিম্নরূপ : সুভাষ চন্দ্র রায় (সভাপতি), তমাল কুমার ঘোষ (সিনিয়র সহ-সভাপতি), ফারুক আহমেদ মৃধা (সহ-সভাপতি), মো. শাহাবুদ্দিন (পরিচালক), মো. লিয়াকত পাটওয়ারী (পরিচালক), পরেশ মালাকার (পরিচালক), গোপাল চন্দ্র সাহা (পরিচালক), মো. নাজমুল আলম পাটওয়ারী (পরিচালক), মো. আবুল কাশেম আখন্দ (পরিচালক), মো. আব্দুর রহিম সরকার (পরিচালক), মোহাম্মদ শাহজাহান কবির (পরিচালক), মো. নুরুল আমিন খান (পরিচালক), মানিকুর রহমান (পরিচালক), শাহজালাল শেখ (পরিচালক), মো. আসলাম তালুকদার

(পরিচালক), মাসুদ আখন্দ (পরিচালক),

মো. মিজানুর রহমান (পরিচালক) ও

মো. ফরহাদুল বেপারী (পরিচালক)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়