রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

বাংলার প্রথম আধুনিক নারী চিত্রশিল্পীকে নিয়ে মুহাম্মদ ফরিদ হাসানের গবেষণাগ্রন্থ প্রকাশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাংলার প্রথম আধুনিক নারী চিত্রশিল্পীকে নিয়ে মুহাম্মদ ফরিদ হাসানের গবেষণাগ্রন্থ প্রকাশ

বাংলার প্রথম আধুনিক নারী চিত্রশিল্পী সুনয়নী দেবী (১৮৭৫–১৯৬২)-কে নিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। গবেষক ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান লিখিত বইটির নাম

'সুনয়নী দেবী: বাংলার প্রথম আধুনিক নারী চিত্রশিল্পী'।

গ্রন্থটি শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

এই গবেষণা গ্রন্থে সুনয়নী দেবীর শিল্পচর্চা, ভাবনা, কৌশল এবং বাঙালি নারীর চিত্রকলায় তাঁর পথিকৃৎ ভূমিকা বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। লেখক দেখিয়েছেন, প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা ছাড়াই কীভাবে সুনয়নী দেবী আধুনিক চিত্রকলায় নিজস্ব ভাষা নির্মাণ করেন এবং বাঙালি নারীর শিল্পচর্চাকে সৌখিনতার গণ্ডি থেকে বের করে আনেন।

লেখক বলেন, সুনয়নী দেবী ছিলেন নিজের আঁকা ছবিতে নাম স্বাক্ষর করা প্রথম বাঙালি নারী চিত্রশিল্পী। তাঁর আগে অনেক বাঙালি নারী ছবি আঁকলেও তাঁরা পেশাগত ও শিল্পগত স্বীকৃতির পর্যায়ে পৌঁছাতে পারেননি। সেই বাস্তবতায় সুনয়নী দেবীর আত্মপ্রকাশ ছিলো এক ঐতিহাসিক মোড় পরিবর্তন।

তিনি বলেন, সময় পেরিয়ে গেলেও সুনয়নী দেবীর শিল্পকর্মের আবেদন ক্ষীণ হয়নি। বরং সাম্প্রতিক তাঁর চিত্রকর্ম ও শিল্পভাবনা নতুন করে আলোচনার কেন্দ্রে আসছে, যা তাঁর শিল্পের স্থায়িত্ব ও আধুনিকতার প্রমাণ।

বইটি প্রকাশ করেছে কেতাবি প্রকাশনা। ১১২ পৃষ্ঠা। মূল্য ২৭৫ রুপি। প্রচ্ছদ করেছেন নির্বাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গ্রন্থটি পাওয়া যাচ্ছে কেতাবি প্রকাশনার

৪৫০নং স্টলে।

বাংলার শিল্পইতিহাস, নারীর সৃজনশীল অগ্রযাত্রা ও আধুনিক চিত্রকলার গবেষকদের জন্যে বইটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়