প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৮
চাঁদপুর-৩ আসনে ধানের শীষের সমর্থনে জাতীয় পার্টির সমাবেশ
আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই
---শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ ( সদর ও হাইমচর) আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষকে সমর্থন জানিয়ে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারী ২০২৬ ) সকালে চাঁদপুর শহরের বিপণীবাগস্হ কমিউনিটি সেন্টারের সম্মুখে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পাটির আহ্বায়ক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সমাবেশে আরো বক্তব্য
রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টি দপ্তর সম্পাদক শাহাজান মাতব্বর, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নী লিটন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্য সচিব শাহিন স্বপ্না, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।সমাবেশের পূর্বে চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ও সদর উপজেলার ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এ সমাবেশ স্থলে আসে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
"ছাত্র জীবন থেকে আদর্শকে লালন করে আমি দলের রাজনীতি করছি, আমার দল ও আমার দেশের মাটির প্রতি মমত্ববোধ রয়েছে।
আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার দলের চেয়ারম্যান দেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান থেকে দেশের মাটিতে নেমে সর্বপ্রথম পা থেকে জুতা খুলে দেশের মাটি হাতে নিয়ে মাটির গন্ধ শুঁকেছেন । এ থেকে বোঝা যায়, দেশ ও মাটির প্রতি কতোটা মমত্ববোধ রয়েছে তাঁর।তিনি সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, এই সমাবেশ থেকে কয়েক হাত দূরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। এই শহরে থেকেই প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষা গ্রহণ করে নিজে পেশাগত কাজে জড়িয়েছি। ছোট থেকে বড়ো হয়েছি আপনাদের সকলের সামনে। আমি দৃঢ় চিত্তে বলতে চাই, আজ পর্যন্ত কোনো অন্যায় বা অপরাধ করিনি, কোনো অন্যায়ের সাথে জড়িত না ।
আমি আপনাদের সন্তান, তাই সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব ১২ ফেব্রুয়ারি সকলে আমার দলের প্রতীক বিএনপি'র প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ মার্কায়
আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করার অনুরোধ রইলো।
আমি বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে এই চাঁদপুরবাসীর সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবো।সমাবেশে সভাপতির বক্তব্যে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরু মিজি বলেন, জেলার ৫ টি আসনের মধ্যে শুধুমাত্র চাঁদপুর-৩ আসনে দলের প্রার্থী নেই। সে কারণে আমরা ভেবেচিন্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে ধানের শীষ মার্কাকে আমাদের দলের পক্ষ থেকে সমর্থন জানালাম।
তিনি আরো বলেন, আজ থেকে আমাদের নতুন পথচলা শুরু হলো, আজ থেকে জাতীয় পাটি ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ভোটারের কাছে যাবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই জাতীয় পার্টির চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে তাদের বক্তব্য প্রদান করেন।








