রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৫১

ফরিদগঞ্জের গোয়ালভাওরে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

‎ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের গোয়ালভাওরে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে গোয়ালভাওর বাজারে মানববন্ধন।

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর সমর্থকের বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষুব্ধরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া ও হামলার শিকার প্রবাসী আবু সুফিয়ানের স্ত্রী সালেহা বেগম জানান, গত শনিবার সন্ধ্যার দিকে গোয়ালভাওর বাজারের পাশে তার বাড়িতে একদল লোক হঠাৎ করেই তার ভাই শাহাদাৎ হোসেনকে খোঁজার নাম করে ঘরের ভেতরে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এ সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের স্থানীয় সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছেন। তাদের তাণ্ডবে আমার ছোট মেয়ে পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে।

তিনি জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা নির্বাচনে বিএনপি তথা ধানের শীষের সমর্থক। তার ভাই শাহাদাৎও দলের জন্যে কাজ করছেন। কোনো কারণ ছাড়াই এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত। তারা আইনী ব্যবস্থা নেবেন।

মানববন্ধনে অংশ নেয়া সাবেক ইউপি সদস্য আব্দুল গনি, স্থানীয় আঁখি আক্তার, ফারুক গাজী, আমেনা বেগম বলেন, নির্বাচন ও রাজনীতি বাইরের বিষয়। কিন্তু হঠাৎ করেই একজনকে খোঁজার নামে ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা কোনোক্রমেই মেনে নেয়া যায় না। আমরা এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

এদিকে মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্র নেতা ও ইউনিয়ন যুবদল নেতা শাহাদাৎ হোসেন বলেন, শনিবার বিকেলে আমি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন রাস্তার স্কুল এলাকায় ধানের শীষের অফিস উদ্বোধনের কাজে ব্যস্ত ছিলাম। এরই মধ্যে গোয়ালভাওর বাজারে সাবেক ইউপি সদস্য আ. কাদিরের সাথে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু ঘটনাস্থলে আমি উপস্থিত না থাকলেও আমাকে খোঁজার নাম করে আমার বোনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এদিকে বিএনপির সমর্থকের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনীভাবে দেখার জন্যে অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়