প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮
শ্রীনগরে খেলার মাঠের হাহাকার: ঘরবন্দি শৈশব ঝুঁকছে মোবাইল গেমে

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের একমাত্র বড় মাঠ এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা ছাড়া শিশুদের জন্য আর কোনো উন্মুক্ত খেলার মাঠ নেই। ফলে লেখাপড়ার ফাঁকে অবসর সময়ে তারা কৃষকের চাষকৃত জমি বা বনজ বাগানের ফাঁকা জায়গাকে মাঠ হিসেবে ব্যবহার করছে। এই সংকটে গ্রামীণ দেশীয় খেলা হারিয়ে যাওয়ায় শিশু-কিশোররা মারাত্মকভাবে মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে।
গত ২৭ জানুয়ারি দুপুরে বাঘড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বনজ বাগানে একদল কিশোরকে ফুটবল খেলতে দেখা যায়। তারা জানায়, জানুয়ারিতে পড়ার চাপ কম থাকায় এবং বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলায় তারা দল বেঁধে খেলতে এসেছে। কিন্তু খেলার জায়গার অভাবে তারা এই বনের ফাঁকা জায়গা বেছে নিতে বাধ্য হয়েছে।
অভিভাবকদের মতে, আগে গ্রামে প্রচুর খোলা জায়গা থাকলেও বর্তমানে সেখানে দালান-কোঠা ও মার্কেট গড়ে উঠেছে। এর ফলে গ্রামাঞ্চলেও খেলার মাঠের তীব্র অভাব দেখা দিয়েছে। খেলাধুলার সুযোগ না থাকায় শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মনে করেন, শিশুদের সুস্থ বিকাশে ইউনিয়ন পর্যায়ে নির্দিষ্ট মাঠ গড়ে তোলা এখন সময়ের দাবি।
ডিসিকে/এমজেডএইচ








