মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২১:৫৬

চাঁদপুরে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আয়োজনে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আয়োজনে বিক্ষোভ মিছিল

চাঁদপুরে ১১ দলীয় জোটের ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জেলার নেতৃবৃন্দ।

২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা রোড়, হাজী মহসিন রোড হয়ে মাতৃপীঠ মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আজ হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে সেখানে তাকে বাধা দেয়া হয়। তিনি ও তার দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে প্রচারণা চালাতে চেয়েছিলেন। কিন্তু হাবীবুল্লাহ বাহার কলেজে যাওয়ার পর তাদের ওপর ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে। আমরা এই ধরনের পরিবেশ চাই না।

বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইম ও যুবশক্তির নেতা তাফিম।

বক্তারা আরো বলেন, গত

ক'দিনে দেশের ছয়-সাতটি জেলায় ১১ দলের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। নির্বাচন কমিশন ও পুলিশের নীরবতার সুযোগে একটি বিশেষ দল ও জোট আচরণবিধি লঙ্ঘন করে সুবিধা নিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। বক্তারা বলেন,

আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে যদি মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তা-ই করবো।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়