মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:১২

চাঁদপুর-২ আসনে ছাতা মার্কার বিজয়ে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা

মাহবুব আলম লাভলু।।
চাঁদপুর-২ আসনে ছাতা মার্কার বিজয়ে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ছাতা মার্কার বিজয় নিশ্চিত করতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ঐক্যের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর স্কুল মাঠ থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজীকে বিজয়ী করার লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর ডা. আব্দুল মোবিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বহু ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি আদর্শিক সংগঠন। জোটের বৃহত্তর স্বার্থে আমরা প্রার্থিতা প্রত্যাহার করেছি এবং আজ থেকে পূর্ণ সমর্থন নিয়ে ছাতা মার্কার পক্ষে মাঠে নেমেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাই যার যার অবস্থান থেকে কাজ শুরু করুন এবং ছাতা মার্কায় ভোট দিয়ে জোটের প্রার্থীকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ১১ দলীয় জোটের বিকল্প নেই।

১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর-২ আসন থেকে আমি নির্বাচিত হলে মতলবে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও নিরাপদ মতলব গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই আমার মূল শক্তি। এই আসনে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে ছাতা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার দেওয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী সহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ছেংগারচর স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল চলাকালে ছাতা মার্কার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়