বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

মতলবে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
মতলব দক্ষিণে বিএনপির চেয়ারপার্সন সবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মুসল্লিদের একাংশ।

মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াইটায় উপজেলার নিউ হোস্টেল মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এর আয়োজন করেন। জানাজার আগে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব সরকার ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার প্রমুখ।

বিএনপির দলীয় সূত্র জানায়, জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের পাঁচ সহস্রাধিক লোক অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়