শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯

হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে  ইমামে রাব্বানী দরবার শরীফের  পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫ ) বাদ জোহর দরবার শরীফ প্রাঙ্গণ থেকে এই জুলুছ বের হয়। আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ জাহান শাহ মোজাদ্দেদী (র.)'র বড়ো সাহেবজাদা আওলাদে রাসুল শায়খ সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর নেতৃত্বে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই জশনে জুলুছ (আনন্দ মিছিল) বের করা হয়। জুলুছে শাহপুর দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা ইয়াসির আহমেদ সোবহানী, কুমিল্লা বখশিয়া দরবারের পীর সাহেব মাওলানা কুতুবউদ্দিন বখশী উপস্থিত ছিলেন।

জশনে জুলুছটি ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদে এসে মিলিত হয়। এরপর মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জশনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক মাও. এএইচএম আহসান উল্লাহ আবেদীর সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন সাইয়্যেদ মাখদুম শাহ্ আল মাদানী। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশন এবং হযরত মোহাম্মদ (সা.) প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে মিলাদ-কিয়াম করা হয়।

মাও. মো. শাহজালাল আবেদীর সঞ্চালনায় আলোচনা সভায় মাও. মো. গাজী আব্দুর রাহীম, কাঁঠালিয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর আল্লামা শামছুদ্দীন আহমেদসহ দেশের বিভিন্ন দরবার, মসজিদ ও মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল মাদানীর পরিবারের সদস্য, দরবারের খাদেম, আলেম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়