প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭
আল-ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন
সবক দিলেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস বাজার সংলগ্ন ফিশারী গেট, কুমিল্লা রোডে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের নসিহা ও সবক প্রদানের মধ্য দিয়ে আল-ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
মুহাম্মদ আব্দুল আজিজ চাঁদপুরীর সভাপতিত্বে মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়মিত ক্বারী এনটিভি, চ্যানেল ২৪ ও বাংলা ভিশনের শিল্পী হাফেজ মঈনুদ্দিন মিসবাহ, হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, হযরত মাওলানা মুফতী ফরহাদ হোসাইন, মাদ্রাসার সভাপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং অন্যরা।
বিশ্বজয়ী হাফেজ, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নাজমুস সাকিব তাঁর বক্তব্যে বলেন, কোরআনের শিক্ষায় যদি আপনার সন্তান শিক্ষিত হয়, তবে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, সেগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, মাদ্রাসা তথা কুরআনের শিক্ষায় শিক্ষিত কেনো সন্তানের বাবা-মা আজও বৃদ্ধাশ্রমে যেতে হয়নি, বরং যারা তাদের সন্তানকে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করায় ব্যস্ত ছিলেন, কুরআনের শিক্ষা দেননি, তাদেরকেই শেষ বয়সে রাস্তায় কিংবা বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আব্দুল আজিজ চাঁদপুরী হাফেজ হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, পৃথিবীতে বহু জ্ঞানী, গুণী ও জনবহুল রাষ্ট্র রয়েছে। যারা তথ্য প্রযুক্তিতে ব্যাপক সুনাম অর্জন করেছেন। কিন্তু মুসলিম ব্যতীত এমন কোনো জাতি নেই, যারা তাদের ধর্মগ্রন্থ মুসলিমদের মত এমন পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করতে পেরেছে। তিনি আরো বলেন, আগামীতে আল-ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে বিশবজয়ী হাফেজ হতে পারেন সেজন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জাগতিক ও কুরআনের শিক্ষায় আমরা আপনার সন্তানকে শিক্ষিত করবো, যাতে ভবিষ্যতে সে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় কামিয়াবী লাভ করতে পারেন।
বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের সবক প্রদান এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।