প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫
অ্যাড. আব্দুর রহমানের মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স ও স্মরণসভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য (সাবেক জিপি) অ্যাড. আব্দুর রহমানের মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর ২০২৫ ) সকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (জেলা জজ) বিচারক আব্দুল হান্নান। বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর ও অ্যাড. আহছান হাবীব। জানাজায় ইমামতি করেন মাওলানা আ ন ম মহিবুল্লাহ।
জানাজা শেষে চাঁদপুর জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহারের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ। কোরআন তেলাওয়াত করেন অ্যাড. জাবির হোসেন।
ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী। মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান।
স্মরণসভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অ্যাড. মহিউদ্দিন ফাহাদ। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. আমানউল্লাহ, অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. রুহল আমিন সরকার, অ্যাড. গোলাম মোস্তফা আখন্দ, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. শহিদুল্লা পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. শাহআলম ফরাজী, অ্যাড. নাজিমউল্লা বাপ্পি, অ্যাড. জসিম উদ্দীন (২), অ্যাড. মহসিন খান, অ্যাড. আলম খান মঞ্জু ও অ্যাড. মাহবুব আলম চিশতী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. আহছান হাবীব।
অ্যাড. মো. আব্দুর রহমানের বাবার নাম মৃত আ. মতিন বেপারী। তার নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট এলাকায়। তিনি বসবাস করতেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় ফাতেমা নিবাসে। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মরহুমের জানাজা শেষে তাঁকে তাঁর নিজ বাড়ি নাসিরকোট এলাকায় দাফন করা হয়। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
উল্লেখ্য, অ্যাড. আব্দুর রহমান (সাবেক জিপি) বুধবার রাতে মারা যান ।