প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬
মতলব উত্তরে অনুমতিবিহীন মেলা বন্ধ করলো প্রশাসন,১৬ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলার নতুন বাজারের ইসলামিয়া মার্কেটে অনুমতিবিহীন মেলা বন্ধ করলো উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ মোবাইল কোর্ট পরিচালনা করে মেলা বন্ধ করেন। অভিযানে অনুমতি ছাড়া মেলা আয়োজন করে গণ-উপদ্রব সৃষ্টির দায়ে দুই আয়োজককে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেলার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের মেলার আয়োজন না করার জন্যে নির্দেশনা প্রদান করা হয়।
|আরো খবর
গত ২৮ আগস্ট একই স্থানে চলমান দেশীয় পণ্যের মেলায় এক টিকটকার নিরব প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবক মহল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। নতুন বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, মেলার কারণে প্রতিদিন রাস্তায় জ্যাম লেগে যেতো, দোকানে ক্রেতা কমে যাচ্ছিলো। প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। অভিভাবকরা জানান, মেলায় কিশোর গ্যাং আর ইভটিজাররা আড্ডা দিতো। আমাদের মেয়েদের নিয়ে বাইরে বের হতে ভয় লাগতো। এখন অন্তত এ ভয়টা কমবে।
সচেতন মহল বলেন, মেলার নামে অসামাজিক কাজ বরদাস্ত করা যায় না। প্রশাসনের এই পদক্ষেপে সমাজে ইতিবাচক বার্তা যাবে। স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং ভবিষ্যতে এ ধরনের অনুমতিহীন ও অসামাজিক কর্মকাণ্ড নিরুৎসাহিত হবে।
এ ঘটনায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, মেলায় অসামাজিক কার্যকলাপ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গিয়েছিলো। নিরবের ওই কাণ্ডে শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এজন্যেই প্রশাসনের কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অনুমতি ছাড়া কোনো ধরনের মেলা আয়োজন করা যাবে না। এতে জনদুর্ভোগ, অসামাজিক কার্যকলাপ এবং আইনশৃঙ্খলার সমস্যা সৃষ্টি হয়। তাই আইনগত ব্যবস্থা নিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।