প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৫৩
ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন
বিএনপি সরকার গঠন করলে কচুয়া হবে আধুনিক শিক্ষা নগরী

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী
|আরো খবর
দল-বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে কচুয়া বাজারের পল্টন ময়দানে বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, চাঁদা ও সন্ত্রাসমুক্ত কচুয়া গড়তে ১২ ফেব্রেুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীর জায়গা নেই। ব্যবসায়ীদের কেউ হয়রানি করলে আমার মোবাইল নাম্বারে সরাসরি ফোন দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমি ও আমার বিএনপির বহু নেতা-কর্মীকে মামলা, হামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করা হয়েছে। আপনারা আমাকে সমর্থন করলে কচুয়ায় এ ব্যবস্থার সমাপ্তি ঘটবে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে কচুয়ার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করার পরিকল্পনা আছে। সারা দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১ কোটি যুবককে কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে । আমরা সরকার গঠন করলে কচুয়া হবে আধুনিক শিক্ষা নগরী।
কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, বাজার ব্যবসায়ী ও বিএনপি নেতা অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, ব্যবসায়ী শাহজাহান তালুকদার, কাউছার আহমেদ খোকন, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় ব্যবসায়ী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী- সমর্থকগণের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো পল্টন ময়দান।








