প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
সহিংসতা ও অরাজকতা এড়িয়ে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে চিংড়ির বিজয় সুনিশ্চিত
............... এম এ হান্নান

ফরিদগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান বলেছেন, আমরা নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ চাই। কিন্তু গত ক'দিনে ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে যেভাবে অফিস ভাংচুর, হামলাসহ বিভিন্ন ঘটনা ঘটিয়ে চলছে সন্ত্রাসীরা, সেভাবে চললে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে কিনা তা নিয়ে সন্দিহান। তবে প্রশাসনের কাছে প্রত্যাশা করি, তারা দ্রুত এসব বিষয়ে ব্যবস্থাগ্রহণ করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবেন। আমি বিশ্বাস করি, সহিংসতা ও অরাজকতা এড়িয়ে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে মোট কাস্টিং ভোটের শতকরা ৫০ ভাগ ভোট পেয়ে চিংড়ির বিজয় সুনিশ্চিত। মানুষের ব্যাপক সাড়া আমাদেরকে অভিভূত করেছে। এতোকাল মানুষের জন্যে কাজ করার ফসল হিসেবে আমার এই পাওয়া।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দিন ও রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা, গল্লাক, ভোটালসহ বিভিন্ন স্থানে গণসংযোগের সময় জনগণের সাথে মতবিনিময় কালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির পাটওয়ারীসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।








