শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

শাহরাস্তিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

বিশেষ প্রতিনিধি।।
শাহরাস্তিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযান

শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের উদ্যোগে দুদিনব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে 'ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

'ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড়ো শক্তি' এমন প্রতিপাদ্যে উপজেলার ৩টি ইউনিয়নে মাইকিং, প্রচার ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের শাহরাস্তি উপজেলা প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন পলক, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (সিসিএইচ)-এর অফিসার মিজানুর রহমান ও মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ সরকার।

এছাড়া ক্লিনিং ক্যাম্পেইনে অংশ নেন শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের দলনেতা গাজী নাভিদ ইশতিয়াকসহ অন্য কর্মকর্তাগণ ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবীরা।

এমন কার্যক্রমে অংশ নেয়ার জন্যে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়