বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২৩:০৩

বড়লেখায় সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ আটক ৯

মৌলভীবাজার প্রতিনিধি
বড়লেখায় সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ আটক ৯

মৌলভীবাজারের বড়লেখা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জনসহ ৯ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) রাতে বড়লেখা থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজা ও পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আজিজুর রহমান নামের এক আসামি মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তারকৃত অন্য ৬ আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো বলে জানিয়েছে পুলিশ।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়