প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:১৭
নোয়াখালীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট
উদ্বোধনী ম্যাচে চাঁদপুরের কাছে হেরেছে কক্সবাজার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নোয়াখালীতে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চাঁদপুর জেলা দলের কাছে ৯৮ রানে হেরেছে কক্সবাজার জেলা ক্রিকেট দল।
|আরো খবর
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ম্যাচে অংশ নেয় চাঁদপুর ও কক্সবাজার জেলা ক্রিকেট দল। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
চাঁদপুর জেলা দল প্রথমে ব্যাট করে ৩১ ওভার ৫ বলে সবক'টি উইকেট হারিয়ে ১২৪ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ইব্রাহিম সর্বোচ্চ ২০, সাফি ১৫ ও আব্দুর রহমান ১৫ রান করেন। জবাবে কক্সবাজার জেলা ক্রিকেট দল ১২৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে। দলটি ১৫ ওভার ১ বলে সবক'টি উইকেট হারিয়ে ২৬ রান করে। বল হাতে চাঁদপুরের হাসান মাল ৭ ওভারে ১২ রানের বিনিময়ে ৫টি উইকেট লাভ করেন।








