বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২০:৫৯

ঢাকায় ডিজিটাল কোর্ট রুম চালু

অনলাইন ডেস্ক
ঢাকায় ডিজিটাল কোর্ট রুম চালু

ঢাকার আদালতে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের কারাগারে রেখেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুত করা হয়েছে ডিজিটাল কোর্ট রুম।

বুধবার (৬ আগস্ট ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ বিষয়ে একটি অফিস আদেশ দিয়েছেন।

ওই আদেশে বলা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির বিভিন্ন আদালতগুলোতে অনেক চাঞ্চল্যকর মামলাসহ জনগুরুত্বপূর্ণ অনেক মামলা বিচারাধীন। ওই সব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কোরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রচুর সংখ্যক আসামিকে বিভিন্ন বাহনে আনা-নেওয়া করা হয়। এসব আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক আসামি রয়েছে। এসব আসামিদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। তাছাড়া এসব আসামিদের অনেকের প্রতি জনগণের প্রচন্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে হাজির হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করে।

এ ধরনের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি অবসানের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ সালের ৫ ধারার ক্ষমতাবলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ, মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিস নির্দেশনা রয়েছে। কাজেই আইন ও প্র্যাকটিস নির্দেশনা অনুসরণপূর্বক এবং পরিস্থিতির উন্নতি সাধনকল্পে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষটি ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মামলার আসামিদের শুনানি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৮ এ ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়ে কারা কর্তৃপক্ষসহ অন্যান্য সব কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়