সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০১:০৭

চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের চিকুনগুনিয়া ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ

দেওয়ানহাট মোড়ে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম

প্রেস বিজ্ঞপ্তি
দেওয়ানহাট মোড়ে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম
ছবি: রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সদস্যরা সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করছেন।

রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে চিকুনগুনিয়া ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ কার্যক্রম শনিবার (১৬ আগস্ট ২০২৫) সম্পন্ন হয়।

চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট মোড়ে পথচারী, রিকশা চালক ও সিএনজি চালকদের মাঝে লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়। কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ নুরুদ্দিন, রোটা. পিপি মাসুদুর রহমান খান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহিম মানিক ও রোটারিয়ান রফিক আহমেদ।

অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রোটারী ক্লাব চিটাগং পাইওনিয়ারের পিপি সুদীপ কুমার চান্দ ও রোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজের প্রেসিডেন্ট কাজী হাসানুজ্জামান সান্টু প্রমুখ।

বক্তব্য রাখেন সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু সহ অন্যান্য সদস্যরা। তাঁরা বলেন, বর্তমানে চিকুনগুনিয়া ও ডেঙ্গু মহামারির আকার ধারণ করেছে, মানুষকে বাঁচাতে জরুরি সচেতনতা প্রয়োজন

তাঁরা আরও বলেন, আমাদের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। ঘর, অফিস-আদালত, হাসপাতালের কোণে জমে থাকা পানি, পুরাতন টায়ার, ডাবের খোসা ও ফুলের টবে জমা পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্মায়—এসব স্থানে নিয়মিত নজর রাখতে হবে।

বিলম্ব না করে লার্ভা ধ্বংস করতে হবে। জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বক্তারা বলেন, রোগ উপশমের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই নিজেকে সচেতন করার পাশাপাশি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণসংহারী চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ করতে হবে ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়