প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫১
শাহরাস্তিতে এসপিএল খেলা দেখতে এসে মুগ্ধ হলেন আসিফ আকবর

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ (এসপিএল) খেলা দেখতে এসে মুগ্ধ হলেন বিসিবির পরিচালক, সংগীত শিল্পী আসিফ আকবর। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমকালো আয়োজনের সেমিফাইনাল খেলা উপভোগ করেন তিনি।
আসিফ আকবরের আগমনের সংবাদ পেয়ে হাজার হাজার দর্শক মাঠে ভিড় করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, একটি উপজেলায় এমন আয়োজন দেখে আমি মুগ্ধ । ক্রিকেট খেলাকে এগিয়ে নিতে হলে এমন আয়োজন আরো বাড়াতে হবে। এখান থেকেই খেলোয়াড় তৈরি করতে হবে। জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি করতে শাহরাস্তি প্রিমিয়ার লিগ ভূমিকা রাখবে। তিনি শাহরাস্তি প্রিমিয়ার লিগের আয়োজক সাদ্দাম হোসেন মিঠুকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, আয়োজক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাস, জাহাঙ্গীর আলম হৃদয়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
আসিফ আকবর দর্শকদের অনুরোধে খালি গলায় "বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ" গানটি গেয়ে শোনান। এ সময় ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়।








