সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৯

পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ আর নেই

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ আর নেই

চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং চাঁদপুর রোটারী ক্লাবের সম্মানিত সদস্য রোটা. সূর্য কুমার নাথ (সূর্য স্যার) আর নেই। তিনি রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সূর্য কুমার নাথ দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থেকে চাঁদপুরের শিক্ষাঙ্গনে বিশেষ অবদান রাখেন। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শৃঙ্খলা, নৈতিকতাশিক্ষার মানোন্নয়ন-এ অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর হাত ধরেই অসংখ্য শিক্ষার্থী আলোকিত জীবনের পথে এগিয়ে যায়, যা আজও চাঁদপুরের শিক্ষা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

তিনি চাঁদপুর রোটারী ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন। সমাজসেবা, মানবিক কার্যক্রমশিক্ষা উন্নয়ন-এ তাঁর অবদান স্থানীয় পর্যায়ে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে চাঁদপুর রোটারী ক্লাব, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়কসাংস্কৃতিক সংগঠন পৃথক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শিক্ষাবিদ ও সহকর্মীদের মতে, সূর্য কুমার নাথের মৃত্যু চাঁদপুরের শিক্ষাসমাজসেবার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়