প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪
কদম
ইমরান শা’কির ইমরু

ছুটে চলাই ছিল নেশা
ছুটতে-ঘুরতে ভালোবাসি।
চারদেয়াল যেন আমার সাথে যায় না।একদিন বন্ধুর আহ্বান
চায়ে চুমুক, রেললাইনে হাঁটা
গল্পের পসরা চারদিকে
হঠাৎ পা-পিছলে বিক্ষত
আমাদের থমকে দেয়তারপর বিছানার সাথে সখ্য
প্রতিটি পদক্ষেপ মনে পড়ে
কোনোটি ভালো, আর কিছু পাপ
অনুতপ্ত রাত কাটে
আত্মমুক্তি প্রার্থনায়।প্রভুর কাছে প্রতিদিন ক্ষমা চাই
তারপর নতুন সূর্য উঠলে
আমি দৃঢ় হেঁটে যাবো
সুন্দরের আদিগন্ত পথ।