প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩
ডাকাতিয়ার চরে
খায়রুল আলম

খায়রুল আলম ডাকাতিয়ার চরে
ছোট্ট সেই গ্রাম এখলাসপুর
তারই বুক চিরে বয়ে গেছে
ডাকাতিয়া নদী, শতরঙে ভরপুর।
বর্ষায় হবুডুবু, চৈত্রে হারায় বৈচিত্র
তারই ধারে ভাঙ্গা গড়া চর
প্রকৃতির অপরূপ চিত্র।ডাকাতিয়ার কাজলা জলে
ডিঙ্গি চলে হেলেদুলে
জোয়ার ভাটা খেলা খেলে।তৃণভূমির চাদরে ঘেরা
পাটখড়ির কুড়েঘর
নদীর বাতাসে নড়বড়।ভোরের গন্ধে মুগ্ধ সকাল
শতদল আর শাপালা
মেলে ধরে পাখনা।