প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫০
মাইলস্টোন এখন মিথস্ক্রিয়া
সুমন কুমার দত্ত

ঘৃণার জমিতে অহোরাত্রি অভিশাপ
নিশ্চুপ স্রোতে রক্তকণায় প্রবল ঝঁাকুনি; জীর্ণবেদনে বিধ্বস্ত মন কালের কাছে প্রশ্ন রাখে অবিরত,
বিভীষিকাময় এই উপত্যকার আততায়ী মেঘ পরিশ্রান্ত বৃষ্টি হবে কবে?
মাইলস্টোন এখন মিথস্ক্রিয়া, নির্লজ্জের অভয়ারণ্যে বায়োস্কোপ উদ্যান।
অথচ প্রজন্মের পোড়া গন্ধে স্মৃতির শহরে বিষণ্ন হাহাকারে সন্ধ্যা নামে আজ।