প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে নবীন বরণ

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃর্ত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ মাঠে প্রথমে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
|আরো খবর
অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকদের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এ সময় সম্প্রতি এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষককেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও লাল গোলাপ দিয়ে বরণ করে নেয়া হয়। শিক্ষার্থীদের মাঝে গাইড শিক্ষকের মাধ্যমে বিশেষ ফাইল বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।