রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২৩:১২

মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে
মতলব উত্তরে দেওয়ানজীকান্দি গ্রামে আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ধ্বংসাবশেষ।

মতলব উত্তর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে দেওয়ানজিকান্দি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল কালাম প্রধান জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, নগদ টাকা, বাড়ির দলিলপত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেটসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে গেছে। আমার অসুস্থ বাবাকে কোনোরকমে ঘর থেকে বের করতে পেরেছি। এছাড়া আর কিছু বের করতে পারিনি। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, তিনি স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং মসজিদের ৫০ হাজার টাকা তার কাছে রক্ষিত ছিলো, সেই টাকাও আগুনে পুড়ে গেছে। আবুল কালাম প্রধান অভিযোগ করে বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেছি। তারা অনেক পরে ফোন রিসিভ করে এবং জানানোর ১ থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুতের লাইন বন্ধ করা হয়। ফায়ার সার্ভিসও আসতে অনেক দেরি করেছে। যদি সময়মতো আসতো, তাহলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে আমার প্রতিনিধি পাঠিয়েছি। সরকারিভাবে যতোটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা সকলের সহযোগিতা কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়