মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৭:৪০

শাহতলীতে ডাকাতিয়ায় তেল চুরি করে বিক্রি

সোহাঈদ খান জিয়া
শাহতলীতে ডাকাতিয়ায় তেল চুরি করে বিক্রি

চাঁদপুর সদর উপজেলার শাহতলী আলিয়া মাদ্রাসার সামনে ডাকাতিয়া নদীতে তেল চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, ডাকাতিয়া নদীতে চলাচলকারী বালুবাহী বলগেটসহ বিভিন্ন পণ্য বহনকারী ট্রলার ,কার্গো প্রতিদিন ভোর বেলা শাহতলী আলিয়া মাদ্রাসা ঘাটের সামনে রেখে তেল বিক্রি করা হয়। আর এসব তেল কম মূল্যে শাহতলী বাজারের ১/২ জন ব্যবসায়ী ক্রয় করে থাকে।

প্রতিদিন কম পক্ষে ১/২ শ লিটার তেল বিক্রি করা হয়। এসব তেল কার্গো, বলগেট,ট্রলার ও পণ্যবাহী ট্রলারের স্টাফরা বিক্রি করে থাকে। এভাবে চলতে থাকলে এঘাট চোরাই কারবারীদের নিরাপদ রুটে পরিণত হয়ে পড়বে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়