রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:২০

হাজীগঞ্জ বেসিক একাডেমীতে চুরি

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ বেসিক একাডেমীতে চুরি
হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামে হাজীগঞ্জ বেসিক একাডেমীর অফিস কক্ষের তালা এভাবেই ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। ছবি : চাঁদপুর কণ্ঠ।

বাসা বাড়িতে চুরি, গরু চুরি, মোবাইল ফোন চুরি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা সবারই কম-বেশি জানা। কিন্তু এবার রাতের আঁধারে একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। যেখানে শিশুদেরকে মানুষরূপে গড়ে তোলা হয়, ঠিক সেখানে চুরির ঘটনায় সংশ্লিষ্টরা হতভম্ব হয়ে গেছেন। এতে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বন্ধু টাওয়ার সংলগ্ন হাজীগঞ্জ বেসিক একাডেমীতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানান, গত শুক্রবারও আমি বিদ্যালয়ে সকালবেলা কাজ করেছি। সবই ঠিক ছিলো। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে এসে দেখি, অফিস কক্ষের লোহার মূল দরজার তালা মারার হুক ও তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে চেক করে দেখি, আইপিএস-এর দুটি ব্যাটারী, কিছু ইলেকট্রিক সামগ্রী, ক্যাশে থাকা ভর্তির নগদ ১৮ হাজার ৯শ' টাকা এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোর। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।

বিদ্যালয়ের পরিচালক দেওয়ান আহমেদ আলী জানান, এর আগে গত সপ্তাহে চোরের দল রাতের বেলা বিদ্যালয়ের টিনের চাল কেটে অফিসে ঢুকেছিলো, কিন্তু তখন কিছু চুরি হয়নি। আবার শিক্ষক মিলনায়তনের দরজা ভেঙ্গে শিক্ষকদের ড্রয়ার তছনছ করা হয়েছে। এতে করে আমরা লক্ষাধিক টাকার ক্ষতিতে পড়েছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বার জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়