প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৪৮
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি কর্মীর পাশে হাজী মুজিব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত এক বিএনপি কর্মীকে চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
|আরো খবর
শুক্রবার (১ আগস্ট ২০২৫) শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকায় আহত বিএনপি কর্মী সুমন মিয়ার বাসায় গিয়ে হাজী মুজিবের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুবদল নেতা এম এ রহিম, সাবেক যুবদল নেতা দক্ষিণা বিশ্বাস, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা সোহেল আহমেদ, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমেদ, রাজিব প্রমুখ।