সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৬:৩৯

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক নার্সারী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নার্সারী ব্যবসায়ী কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের ঈগল নার্সারির মালিক আশিকুর রহমান আশিক।

রোববার (২০ জুলাই ২০২৫) সকালে কমলগঞ্জের শমসেরনগর থেকে একটি পিকআপ গাড়িতে মাছ নিয়ে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকায় সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগলে পিকআপটি দুর্ঘটনা কবলিত হয়।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়