প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:৫৩
ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেটের আয়োজন
মুনসুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

রাজধানীর ঐতিহাসিক গুলিস্তান পল্টন ময়দানে চাঁদপুর জেলার হাইমচরের সন্তান, জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক মুনসুর আলী’র স্মরণে ‘মুনসুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেট কর্তৃক শুক্রবার (১ আগস্ট) সকালে চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালাম প্রধান অতিথি এবং এনটিভির পরিচালক জাতীয় প্রেসক্লাব সদস্য আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকার বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী আব্দুল গনি খান।
ঢাকা ট্রেড সেন্টার, স্পোর্টস মার্কেটের সভাপতি হাজী মো. আবুল কালাম জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টার স্পোর্টস-এর মালিক সফিকুর রহমান জমাদার, ঢাকা ট্রেড সেন্টার, স্পোর্টস মার্কেটের সিনিয়র সহ- সভাপতি ফরিদ আহমেদ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, জামাল খলিফা, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন রাসেলসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন তানভীর।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেট কিং ইলেভেন টাইব্রেকারে ৩-১ গোলে বেঙ্গল ফাইটার্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে অংশ নেয়া অপর দল দুটি হলো : টপটেন ও ভিক্টোরিয়া এফসি। টুর্নামেন্টে হাফিজুল ম্যান অব দ্যা ম্যাচ, বেঙ্গল ফাইটার্স দলের রাকিব ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও মিনহাজ সেরা গোলকিপারের পুরস্কার লাভ করে।
টুর্নামেন্ট আয়োজকের পক্ষ থেকে ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেটের সভাপতি হাজী মো. আবুল কালাম জমাদার বলেন, ঢাকার ফুটবল অঙ্গনে চাঁদপুরের মুনসুর আলীর কোনো তুলনা নেই। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। খেলোয়াড়, কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিক সবাই তাকে ভালো জানতো এবং খুব পছন্দ করতো। আমাদেরকে খুব সম্মান করতো। মুনসুর আলী একজন ব্যক্তিই ছিলেন না, ছিলেন একজন প্রতিষ্ঠান। তিনি আজ আমাদের মাঝে নেই,কিন্তু তার স্মৃতিগুলো এখনো আমাদের চোখের সামনে ভাসছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।