সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩

লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমসহ ১৬ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমসহ ১৬ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতাঅন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে তাঁর পক্ষেউপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা-এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এই দুই প্রার্থীসহ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে এ পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় থেকেই এই আসন থেকে নির্বাচন করার বিষয়ে গুঞ্জন ছিলো। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ ক্ষেত্রে পারিবারিকভাবে যুক্ত রয়েছে রাজনৈতিক সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে রয়েছে দলীয় সংগঠনের ভূমিকা

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র ও দলীয় প্রার্থী—উভয় পরিচয়েই মনোনয়ন ফরম সংগ্রহ সম্পন্ন হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়