প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২২
লক্ষ্মীপুরের ৪টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন ৪৪ জন প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে লক্ষ্মীপুর জেলার রায়পুরসহ ৪টি আসন-এর বিপরীতে ৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ৩০ জন। সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও)-দের কাছ থেকে সংগ্রহ ও দাখিল করেছেন ১৪ জন এমপি প্রার্থী।
|আরো খবর
লক্ষ্মীপুর জেলার ৪টি আসনের রিটার্নিং কর্মকর্তা হলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। এই আসনগুলোর মনোনয়নপত্র লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয় ও ৫টি উপজেলার (রামগঞ্জ, রায়পুর, সদর, কমলনগর, রামগতি) নির্বাচন কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) জেলা নির্বাচন অফিস (রিটার্নিং কর্মকর্তা) থেকে জানানো হয়, ১৮ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। সোমবার দুপুর ৪টা পর্যন্ত মোট ৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার বড়ো ভাই মাহবুব আলম ছাড়াও সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্রের মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এমএ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর, খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্রের এমএ গোফরান। তবে মনোনয়ন ফরম নিলেও মাহফুজ আলম নির্বাচন করবেন না, তবে বড়ো ছেলে মাহবুব আলম নির্বাচন করবেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে বিএনপির আবুল খায়ের ভুইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামীর এসইউএম রুহুল আমিন ভুইয়া, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসএফ)-এর মো. ইব্রাহিম মিয়া, জাকের পার্টির তছলিম ও খেলাফত মজলিসের মুফতি আহমদ হোসাইন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)-এর সেলিম মাহমুদ, জামায়াতে ইসলামীর মো. রেজাউল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর হারুনুর রশীদ।
লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসন থেকে বিএনপির এবিএম আশ্রাফ উদ্দিন (নিজান) ও বীথিকা বিনতে হোসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশের খালেদ সাইফুল্লাহ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, স্বতন্ত্রের শরাফ উদ্দিন আজাদ, আনম মঞ্জুর মোর্শেদ, নুরুল হুদা চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মিলন কৃষ্ণ মন্ডল ও খেলাফত মজলিসের আবদুল মতিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো ২৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।








