বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২০:৫৬

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

মানিক ভাইকে যদি এমপি বানাতে না পারি, বেঈমানি করা হবে ----------------------ফরিদ বেপারী

স্টাফ রিপোর্টার।
মানিক ভাইকে যদি এমপি বানাতে না পারি, বেঈমানি করা হবে ----------------------ফরিদ বেপারী

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের ৪নং মহল্লা কমিটির উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ দর্জিবাড়ি মাঠে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের তাছির বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ বেপারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ছৈয়াল ও চাঁদপুর পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ১,২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ঈশিতা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ বেপারী বলেন, আমাদের দলে যারা দুঃসময়ে ছিলেন তাদের সদস্য নবায়ন করে নিতে হবে। আর যারা আওয়ামী লীগ করেছেন তাদের সদস্য করা যাবে না। যারা আমাদের সমর্থন করেন তাদের সদস্য করা যাবে। তিনি আরো বলেন, চাঁদপুরে বিএনপির একমাত্র অভিভাবক আমাদের জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। মামলা হামলা, দলের আন্দোলন সংগ্রামে বিগত ২৫ বছর তিনি আমাদের পাশে ছিলেন এবং সম্পূর্ণ দায়িত্ব পালন করেন। তাই সুযোগ এসেছে মানিক ভাইয়ের পাশে থেকে তাঁকে এমপি বানানোর। আমরা দলের যারা আছি, দুঃসময়ের পরীক্ষিত নেতাকে যদি নির্বাচনে জয়ী করতে না পারি, তাহলে বেঈমানি করা হবে। মানিক ভাইয়ের প্রশ্নে আমরা বিএনপির সবাই ঐক্যবদ্ধ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব মিজি, মরণ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুট্টু শেখ, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সুমন গাজী, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান গাজী।

২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজান মোল্লা, অর্থ সম্পাদক রিপন বেপারী, ৪নং মহল্লা কমিটির সভাপতি জাহাঙ্গীর শেখ, সাধারণ সম্পাদক বাসু আখন্দ, সাংগঠনিক সম্পাদক হারুন জমাদার, সহ-সভাপতি শাহজান পাটোয়ারী, ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি লিটন গাজী, মহিলা দলের নেত্রী শাহিনা বেগম, ২নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, সাংগঠনিক সম্পাদক সাজুদা বেগম, ৪নং মহল্লা কমিটির সভাপতি অভি বেগমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়