বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৭:৩৩

মরণফাঁদ সড়কে ধানের চারা রোপণ

ফরিদগঞ্জে সড়ক নিয়ে শাশিয়ালী গ্রামবাসীর হাহাকার

শামীম হাসান।।
ফরিদগঞ্জে সড়ক নিয়ে শাশিয়ালী গ্রামবাসীর হাহাকার
ছবি - ১ : ফরিদগঞ্জে সড়ক নির্মাণের দাবিতে ধানের চারা রোপণ। ছবি - ২ : সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

যে সড়কে প্রতিটি পদক্ষেপে জীবন হাতে নিতে হয়, সেখানে যানবাহন চলাচল যেন এক রকম আত্মঘাতী অভিযান। বৃষ্টির দিনে এই সড়ক পরিণত হয় কাদার সাগরে, গর্ভবতী নারী বা গুরুতর রোগীকে হাসপাতালে নেওয়া হয় চরম ঝুঁকি নিয়ে। বিকল্প পথে যেতে হলে ঘুরে পাড়ি দিতে হয় অতিরিক্ত ৪-৫ কিলোমিটার। ছোট্ট শিশুদের স্কুলগামী যাত্রা যেন দৈনিক এক দুঃসাহসিক অভিযান—পথের প্রতিটি গর্ত, কাদা আর দুর্গন্ধ তাদের জন্যে ভীতিকর এক বাস্তবতা।

ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ শাশিয়ালী গ্রামের এই সড়কের দুর্দশা চলছেই বছরের পর বছর। দীর্ঘ ৩০ থেকে ৪০ বছরের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে গ্রামীণ সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানান এলাকাবাসী। এর আগে শিক্ষার্থীসহ শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

এলাকাবাসীর দাবি, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রায় সব গ্রামীণ সড়ক পাকা হলেও অদ্ভূত কারণে এই ২ কিলোমিটার সড়কটি যেন চিরকাল সংস্কারের তালিকার বাইরে রাখা হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি হয়ে পড়ে চলাচলের অযোগ্য। এতে শাশিয়ালী, পাটোয়ারী বাজার, শাহী বাজারসহ আশপাশের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা এবং সমাজসেবক মাহাবুবুর রহমান কালু বলেন, “এই সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। উন্নয়ন বঞ্চনার অবসান চাই, অবিলম্বে সংস্কার না হলে আরও কঠোর আন্দোলন হবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়