বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৬:১২

মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন আমাদের ঘর থেকেই শুরু করতে হবে ---অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা

প্রবীর চক্রবর্তী
মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন আমাদের ঘর থেকেই শুরু করতে হবে ---অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা

মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা হ্রাসে ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।

তিনি বলেন, ফরিদগঞ্জে সাম্প্রতিককালে মাদক, কিশোর গ্যাং, চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় বিশেষ করে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আমরা যারা অভিভাবক রয়েছি, তাদেরকে তাদের সন্তানদের সম্পর্কে সচেতন হতে হবে। তাদের দিকে খেয়াল রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। তাদের প্রতি যত্মবান হতে হবে, তাদেরকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে জানাতে হবে। এছাড়া মাদক বিষয়ে সামাজিক সচেতনতা আরো বাড়াতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সেমিনারের আয়োজনের চেষ্টা করবো। তবে আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন, তাদেরকে আরো বেশি ভূমিকা রাখতে হবে মাদক প্রতিরোধে। আপনার এলাকায় কারা এসব ব্যবসার সাথে জড়িত, তাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ শাখার সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা শাখার আহ্বায়ক হাসান মিয়া, গোয়ালভাওড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আহমেদ, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল প্রমুখ।

সভায় বক্তারা ফরিদগঞ্জে সাম্প্রতিককালে মাদক, কিশোর গ্যাং, চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় বিশেষ করে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়