প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৯:৪৫
ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার (১৩ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) পিয়াস বড়ুয়া সঙ্গীয় অফিসার এএসআই রাসেল মিত্র ও ফোর্সসহ কাছিয়ারা গ্রামে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রাজা মিয়া পার্ক সংলগ্ন রাস্তায় সকাল সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। তার নাম মো. আব্দুল সাত্তার প্রঃ বাবলু (৩০) (পিতা-মো. বিল্লাল খান, মাতা- ফাতেমা বেগম, গ্রাম : লোহাগড় খাঁন বাড়ি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর)। তার নিকট থেকে চারশ' পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করত মাদক আইনের এজাহার দায়ের করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
|আরো খবর
প্রকাশ থাকে যে, উক্ত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে।