প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫২
নিশ্ছিদ্র সাংগঠনিক প্রস্তুতি ও প্রাণবন্ত অংশগ্রহণে হচ্ছে
বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫
প্রস্তুতি সভা ও মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং প্রসারে নিবেদিত সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য-এর উদ্যোগে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৫, পূর্ব লন্ডনের ইৎধফু অৎঃং ্ ঈড়সসঁহরঃু ঈবহঃৎব-এ অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও মতবিনিময় বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়, পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল, যিনি স্বাগত বক্তব্যের পাশাপাশি আসন্ন বইমেলার সার্বিক পরিকল্পনা, অগ্রগতি ও সংগঠনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়।
প্রস্তুতি ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ, এম মোসাইদ খান এবং মুখ্য অর্থ সম্পাদক হেনা বেগম।
সভাটি হয়ে উঠে প্রাণবন্ত, যখন এতে অংশ নেন যুক্তরাজ্য প্রবাসী প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের একঝাঁক গুণীজন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন :
বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, কবি হামিদ মোহাম্মদ, মিলটন রহমান, ইকবাল বুলবুল, আতাউর রহমান মিলাদ, গবেষক ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ ছোটন, রহমত আলী, আসমা মতিন, ইমদাদুন খান, মাহফুজা রহমান, শামসুল হক শাহআলম, কামাল কাদের, অলিউর রহমান, অশ্রু বৈরাগী, নূরজাহান শিল্পী, মুনিরা পারভীন, ফয়েজুল ইসলাম ফয়েজ নূর, মুহাম্মদ মুহিদ, নৃত্যশিল্পী দ্বীপ, শামসুদ্দিন রুমি, মির মাহবুবুল আলম, শাহিন রহমান, সেলিনা হায়দারসহ আরও অনেক বিশিষ্টজন।
উক্ত সভায় অংশগ্রহণকারীরা বইমেলা ও উৎসবকে আরও সফল, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক করে তুলতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত প্রদান করেন। সভাটি ছিলো আন্তরিক, উৎসাহী এবং ঐক্যবদ্ধ মনোভাবের এক অনন্য উদাহরণ।
সভাশেষে সভাপতি মোহাম্মদ ইকবাল অংশগ্রহণকারী সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়, যুগ্ম সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ, এম মোসাইদ খান এবং অর্থ সম্পাদক হেনা বেগমের প্রতি, যাঁরা এই প্রস্তুতি সভাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন।
আয়োজকদের প্রত্যাশা, এই মতবিনিময় সভায় প্রাপ্ত পরামর্শ ও সহযোগিতার প্রতিফলন ঘটবে আসন্ন বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে, যা হয়ে উঠবে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মহোৎসব।