প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২০:৫৩
বালিথুবায় বিএনপির মহিলা দলের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহিলা দলের মধ্যে সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেলে চান্দ্রা বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোতাহের হোসেন পাটোয়ারীর নির্দেশক্রমে এই আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা মেম্বার জোসনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের নেত্রী শাহানারা বেগম, সুফিয়া বেগম, নিপা আক্তার, শারমিন আক্তার, হালিমা বেগম, কোহিনুর আক্তার, মাফিয়া বেগম, মাজুদা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ৩ শতাধিক মহিলা কর্মী। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. হারুন পাটোয়ারী, আনোয়ার হোসেন পাটোয়ারী, মো. বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মাহবুব আলম, ওয়ার্ড যুবদল নেতা মো. ফারুক পাটোয়ারী, এমদাদ পাটোয়ারী, মজিব সর্দারসহ অনেকে।