বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১:০০

ফরিদগঞ্জের উভারামপুর জনগুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ফরিদগঞ্জের উভারামপুর জনগুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের মুন্সিরহাট বেইলি ব্রিজ থেকে উভারামপুর গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে দীর্ঘ বছরের বেহাল পরিস্থিতি পরিদর্শন করেছেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নির্বাহী প্রকৌশলী ওই সড়কটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

এ সময় ওই এলাকার বাসিন্দা ইসমাইল তালুকদার খোকন এবং ভুক্তভোগী লোকজন তাদের সড়কটি সংস্কার না হওয়ার কারণে দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। এক যুগের অধিক সময় এ সড়কটি কীভাবে সংস্কার ছাড়া ছিলো এবং জেলা কার্যালয়ের নজরে বাইরে ছিলো বিষয়টি জেনে নির্বাহী প্রকৌশলী বিস্ময় প্রকাশ করেন।

এদিকে সম্প্রতি গণমাধ্যমে এ সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এতে জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে এলজিইডি কর্মকর্তাদের। যার ফলে নির্বাহী প্রকৌশলী সরজমিনে পরিদর্শন করেন সড়কটি। এছাড়া এদিন নির্বাহী প্রকৌশলী উপজেলার আরো কয়েকটি সড়কের কাজ পরিদর্শনে যান।

পরিদর্শনশেষে নির্বাহী প্রকৌশলী আহসান কবির বলেন, আমি রাস্তাটি নিজে পরিদর্শন করে দেখলাম, খুবই খারাপ অবস্থায় আছে। এটি সংস্কারের জন্যে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। যতো দ্রুত সম্ভব আমরা এই অর্থ বছরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটি সংস্কার করার চেষ্টা করবো।

নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ইতোমধ্যে এই সড়কটির যাচাই বাছাই কাজ সম্পন্ন হয়েছে। আমরা একটি প্রাক্কলন তৈরি করে পাঠিয়েছি। নিয়মানুসারে বাকি কাজ সম্পন্ন হলে কুমিল্লা জোনাল অফিসে পাঠানো হবে। এরপর অনুমোদন হলে কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়