প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১:০৫
সুজাতপুর ডিগ্রি কলেজের প্রস্তাবিত কলেজ সভাপতি দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের প্রস্তাবিত সভাপতি মনোনীত না করে অন্য ব্যক্তিকে সভাপতি মনোনীত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে কলেজ মিলনায়তনে পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. আফজাল হোসেন।
|আরো খবর
বক্তব্যে বলা হয়, গত ২ জুলাই কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদের কমিটি অনুমোদনের জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ কমিটি পাঠানো হয়। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় ১৭ জুলাই কমিটি অনুমোদন করে কলেজে প্রেরণ করেন। কিন্তু ওই কমিটিতে কলেজের পক্ষ থেকে সভাপতি পদে মনোনয়ন দেয়ার জন্যে যে তিনজনের নাম প্রস্তাব করা হয় সেটি না করে অন্য এক ব্যক্তিকে সভাপতি মনোনয়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর বিষয়টি জানাজানি হলে কলেজের পরিচালনা পর্ষদের বাকি সদস্য, শিক্ষক, সুধী ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গত ২২ জুলাই কমিটির সভাপতি পরিবর্তন করার জন্যে অর্থাৎ পুনঃবিবেচনার জন্যে অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর চিঠি লিখেন। ওই চিঠিতে তিনি প্রস্তাবিত তিন সভাপতির মধ্যে যে কোনো একজনকে সভাপতি মনোনীত করার জন্যে এলাকাবাসীর পক্ষে অনুরোধ করেন। এরপর ২৫ জুলাই স্থানীয় সুজাতপুর ছালেহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী সভাপতি পরিবর্তন চেয়ে প্রতিবাদ সভা করে। একই বিষয়ে ৩১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর গণস্বাক্ষর করে সভাপতি পরিবর্তন করার জন্যে এলাকাবাসী দাবি জানান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজ পরিদর্শক বরাবর অধ্যক্ষ প্রেরিত চিঠির প্রেক্ষিতে আইনি নোটিস প্রেরণ করা হয়। এলাকাবাসীর দাবি, যে কোনোভাবে প্রস্তাবিত তিনজন সভাপতির মধ্য থেকে যে কোনো একজনকে জাতীয় বিশ্ববিদ্যালয় সভাপতি মনোনয়ন প্রদান করে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, ফারুকুল ইসলাম সরকার, জসিম প্রধান, জাকির হোসেন সরকার, আব্দুল কাদের মাস্টার, আলাউদ্দিন মজুমদার ও জাকির হোসেন প্রধান।