সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮

প্রবাসেও যখন ‘চাঁদপুর সুলতানস্’ নামে ক্রীড়া সংগঠন!

অনলাইন ডেস্ক
প্রবাসেও যখন ‘চাঁদপুর সুলতানস্’ নামে ক্রীড়া সংগঠন!

অতি সম্প্রতি চাঁদপুরের একটি বড়ো রাজনৈতিক সংগঠনের জেলা সভাপতির কাছে স্থানীয় এক প্রবীণ সাংবাদিক চাঁদপুরের ক্রীড়াঙ্গনের স্থবিরতার বিষয়টি তুলে ধরেন। জবাবে তিনি বলেন, সংস্কৃতিচর্চায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেয়া যতোটা সহজ ও কম ব্যয়বহুল, তার বিপরীতে ক্রীড়াচর্চায় সেটা অনেক কষ্টকর ও অনেক ব্যয়বহুল। তাঁর এমন মন্তব্যের মাস না পেরুতেই জানা গেলো, সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘চাঁদপুর সুলতানস্’ নামে একটি ক্রিকেট টিম গঠিত হয়েছে। সৌদি আরবে চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ হিসেবে কর্মরত মো. জাহাঙ্গীর আলম হৃদয় এ ব্যাপারে গত শুক্রবার একটি সংবাদ পরিবেশন করেছেন। তাতে তিনি লিখেছেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) শুরু হওয়া প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো চাঁদপুর সুলতানস্। এ উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিমের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিমের উপদেষ্টা ব্যবসায়ী তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সুলতানস্-এর সভাপতি শরিফ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হৃদয় ও মো. সোহেল। এ ছাড়া প্রবাসী চাঁদপুরের সামাজিক, ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে চাঁদপুর সুলতানস্-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ এবং চাঁদপুর ট্রিবিউন। সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারী তরুণদের খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখা সম্ভব। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। সভায় আগামী ম্যাচের পরিকল্পনা ও দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সবাই আশা প্রকাশ করেন চাঁদপুর সুলতানস্ প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করবে। ২১ সেপ্টেম্বর বরিশাল বাদশা টিমের সাথে খেলার মধ্য দিয়ে শুরু হবে চাঁদপুর সুলতানস্-এর প্রথম ম্যাচ তথা শুভযাত্রা। আমরা বিশ্বাস রাখি, এই ম্যাচে বাদশাহকে হারিয়ে দেবে সুলতান, অর্থাৎ চাঁদপুর জয়লাভ করবে। এতে শুরুটা ভালো হবে। কেননা যে কোনো কাজের ভালো শুরুটাতে অর্ধেকটা সম্পন্ন হয়ে যায়। (ইংরেজি প্রবাদে আছে, ওয়েল বিগান ইজ হাফ ডান)। চাঁদপুরের এ ক্রিকেট টিমটি গঠন অবশ্যই ব্যয়বহুল কাজে ঝুঁকি নেয়ার মতো বড়ো কিছু হয়েছে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত এ দলটিকে টিকিয়ে রাখাটা অনেক কষ্টসাধ্য হবে বলে ধারণা করা যাচ্ছে। চাঁদপুর জেলা শহরে ক্রীড়াক্ষেত্রে ব্যয়বহুল উদ্যোগ নেয়ার ঝুঁকি বর্তমানে কেউ নিতে না চাইলেও প্রবাসে কিছু ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সে উদ্যোগ নিয়েছে, যেটা নিঃসন্দেহে সাহসিকতা ও আন্তরিকতাপূর্ণ। আমরা এমন উদ্যোক্তাদের প্রশংসার আতিশয্যে বাহবা জানাতে চাই। সর্বোপরি ‘চাঁদপুর সুলতানস্’-এর ধারাবাহিক সাফল্যে টেকসই অস্তিত্ব প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়