প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:৩০
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের উঠান বৈঠক

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর -হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টা ও সোয়া ৭টায় এ ওয়ার্ডের ব্যাংক কলোনী মডার্ন শিশু একাডেমী প্রাঙ্গণে ও জিটি রোডস্থ বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ( সামু গাজী বাড়ী) মাঠে উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের এখানে ছোটখাট ক্লিনিক হবে, যেখানে দুজন ডাক্তার ও নার্স থাকবে। এই ক্লিনিকে আপনারা তাড়াতাড়ি স্বাস্থ্য সেবা পাবেন। এটা আমাদের নেতা তারেক রহমানের ভালো পদক্ষেপ। এটা জনগণের জন্যে পদক্ষেপ। আপনারা যদি ধানের শীষের প্রার্থীকে ভোট দেন, তাহলে আগামী দিনে পৌরসভার ১৫নং ওয়ার্ডকে সুন্দরভাবে গড়তে আপনাদের সাথে আলোচনা করে কোথায় কী কাজ করতে হবে সেটা আমরা করে দেবো।
চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশাদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মানিক, সাধারণ সম্পাদক আল আমিন খান, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।








