বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:১৯

চ্যানেল-৯-এর চাঁদপুর জেলা প্রতিনিধি রিয়াজ শাওন

চ্যানেল-৯-এর চাঁদপুর জেলা প্রতিনিধি রিয়াজ শাওন
অনলাইন ডেস্ক

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল-৯-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতা রিয়াজ শাওন। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল-৯-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার অনিসুন ইসলাম ও হেড অব নিউজ বেলাল তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় সংবাদ বিভাগের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রিয়াজ শাওন দীর্ঘদিন ধরে চাঁদপুরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে চাঁদপুরের জনপ্রিয় ‘দৈনিক শপথ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বহুল পরিচিত অনলাইন নিউজ পোর্টালের ডেস্ক ইনচার্জ হিসেবেও কাজ করছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় তার দক্ষতা ইতোমধ্যেই সহকর্মী ও পাঠক মহলে প্রশংসিত হয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিত মুখ। তার পরিচালিত জনপ্রিয় ফেসবুক পেজ ‘চাঁদপুরীয়ান’-এর মাধ্যমে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প নিয়মিত তুলে ধরা হয়। তথ্যসমৃদ্ধ ও ভিজ্যুয়ালভিত্তিক এসব কনটেন্ট তরুণ প্রজন্মের কাছেও ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সাংবাদিক মহলের মতে, মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও আধুনিক ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা--এই দুইয়ের সমন্বয় রিয়াজ শাওনকে আলাদা করেছে। ফলে চ্যানেল-৯- এর মতো জাতীয় পর্যায়ের টেলিভিশনে চাঁদপুরের সংবাদ আরও দ্রুত, বস্তুনিষ্ঠ ও প্রাণবন্তভাবে উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।

নিয়োগ পাওয়ার অনুভূতি জানিয়ে রিয়াজ শাওন বলেন, ‘চ্যানেল-৯-এর মতো একটি স্বনামধন্য টেলিভিশনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্যে গর্বের। আমি চেষ্টা করবো, চাঁদপুরের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে।’

সাংবাদিক রিয়াজ শাওন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই লেখালেখি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। সাংবাদিকতায় তার এই অগ্রযাত্রা চাঁদপুরের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন অনেকে।

সূত্র : দৈনিক চাঁদপুর শপথ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়