প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:১৬
বাবুরহাটে ধানের শীষের সমর্থনে ১৪নং ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল

|আরো খবর
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।
মিছিলটি বাবুরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এরপর বাবুরহাট মডেল টাউন হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও মতলব রোড অতিক্রম করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ (স্কুল শাখা) প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল চলাকালীন নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।
নির্বাচনী এই মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।








